• শিরোনাম

    শিবপুর উপ‌জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য প‌রিষ‌দের ত্রি-বা‌র্ষিক স‌ম্মেলন

    খন্দকার আমির হোসেন : | শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 103 বার

    শিবপুর উপ‌জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য প‌রিষ‌দের ত্রি-বা‌র্ষিক স‌ম্মেলন

    apps

    নর‌সিংদীর শিবপুর উপ‌জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক‌্য প‌রিষ‌দের ত্রি-বা‌র্ষিক স‌ম্মেলন ২০২২ অনু‌ষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (২৩ ডি‌সেম্বর) সকা‌লে শিবপুর থানা সার্বজনীন ভক্ত সং‌ঘের বা‌নিয়াদী ম‌ন্দি‌রে সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি অধ‌্যক্ষ অ‌হিভূষণ চক্রবর্তী। শিবপুর উপ‌জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক‌্য প‌রিষ‌দের আহ্বায়ক সুশান্ত চন্দ্র বর্মণ শান্তর সভাপ‌তিত্বে ও সদস‌্য স‌চিব রাজন রায়ের সঞ্চালনায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক‌্য প‌রিষ‌দের যুগ্ম সাধারণ সম্পাদক এড. তাপস পাল,বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন প‌রিষ‌দের রাজনী‌তি বিষয়ক সম্পাদক এড. বিনয় ঘোষ বিটু, সহ-রাজনী‌তি বিষয়ক সম্পাদক শা‌ন্তি রঞ্জন দাস, প্রধান বক্তা হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন সংগঠনটির নর‌সিংদী জেলা সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সাহা, বি‌শেষ বক্তা হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন নর‌সিংদী জেলা যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্ত সাহা প্রমুখ।সম্মেলনে সুশান্ত চন্দ্র বর্মণ শান্তকে সভাপতি ও রাজন রায়কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

    বাংলাদেশ সময়: ৯:৩৯ অপরাহ্ণ | শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ