| শুক্রবার, ০১ অক্টোবর ২০২১ | প্রিন্ট
খন্দকার আমির হোসেন, শিবপুর প্রতিনিধি:
গত মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) সকালে সাবেক এমপি’ আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার রাজনৈতিক কার্যালয়ে দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-০৩ শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি। সঞ্চালনায় ছিলেন শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা। শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে উপজেলা মহিলা আওয়ামীলীগের কর্মীগণ সমবেত হন। উপজেলা ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দদের উপস্থিতিতে আলোচনা মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
Posted ৯:৫০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।