অনলাইন ডেস্ক | রবিবার, ১৮ জুলাই ২০২১ | পড়া হয়েছে 100 বার
খন্দকার আমির হোসেন, শিবপুর থেকে:
নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নে করোনায় কর্মহীন অসহায়, দরিদ্র ১ হাজার ২০জন মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদে অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সহায়তা বিতরণ করেন জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিম সরকার। সহায়তাপ্রাপ্ত একাধিক উপকারভোগী ব্যক্তি জানান, চেয়ারম্যান নাদিম সরকারের কারণে আমরা সরকারি চাল, ত্রাণ সহ অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছি,এই চাল পাওয়ায় ঈদে কিছুটা হলেও কষ্ট লাগব হবে।
নাদিম সরকার বলেন, প্রতিবছরের ন্যায় এবারও ঈদ আনন্দটা ভাগাভাগি করার লক্ষ্যে গরীব ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ কার্যক্রম চলছে।
বাংলাদেশ সময়: ৮:১৩ অপরাহ্ণ | রবিবার, ১৮ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel