| বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ | প্রিন্ট
খন্দকার আমির হোসেন, শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে উপজেলা ও পৌরসভা সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১০ টায় শিবপুর উপজেলার শেরপুরে মনজুর এলাহীর বাগান বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাছির উদ্দিন (ভিপি নাছির) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনু মোহাম্মদ শামীম আজাদ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী।
নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার সামস্ কেনেডী’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আজগর হায়াত লিমন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক খন্দকার জুলফিকার জনি, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শাহাদাত হোসেন মামুন, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, জেলা যুগ্ম সম্পাদক মোঃ ফারুক আহমেদ, শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মোখলেছুর রহমান মোল্লা, প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক মোল্লা, সদস্য সচিব নূর এ আলম মোল্লা সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায় শিবপুর উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠন করার লক্ষ্যে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
Posted ১০:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।