অনলাইন ডেস্ক সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
স্টাফ রিপোর্টার : নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে শিবপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত বাড়িওয়ালা তাজুল ইসলামের ছেলে শাহিন মিয়া।
অভিযুক্ত ভাড়াটিয়া বাদল মিয়াকে একমাত্র আসামী করে দায়ের করা মামলায় ইতোমধ্যেই গ্রেপ্তার দেখানোর পর নরসিংদী সদর হাসাপাতালে চিকিৎসা চলছে বাদল মিয়ার। এদিকে গতরাতেই ময়নাতদন্ত শেষে নিহতদের নিজ গ্রাম শিবপুর উপজেলার কুমরাদী গ্রামের কবর স্থানে দফান করা হয় নিহতদের। এর আগে রবিবার ভোরে শিবপুর উপজেলার কুমরাদী গ্রামে পারিবারিক কলহের জের ধরে নৃসংশভাবে ছুরিকাঘাতে ভাড়াটিয়া কাঠমিস্ত্রি বাদল মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪০), বাড়ির মালিক তাজুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) কে হত্যা করে বাদল মিয়া।
শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানান, গতকাল রাতেই শিবপুর থানায় হত্যা মামলাটি দায়ের করা হয়েছে। যেহেতু অভিযুক্ত বাদল পুলিশী হেফাজতে রয়েছে তাই দ্রুতই জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ২:১২ অপরাহ্ণ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel