নরসিংদী জেলা প্রতিনিধি” | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ | পড়া হয়েছে 30 বার
নরসিংদীর শিবপুরের ধনাইয়া গ্রামের মন্নাফের ছেলে মজনু মিয়ার বসত ঘরে অগ্নী সংযোগ, লুটপাট ও ভাংচুর করেছে সন্ত্রাসীরা। ১মার্চ গভীর রাতে এ লুটপাটের ঘটনা ঘটেছ বলে জানা যায়। সড়ে জমিনে গেলে ভুক্তভোগী মজনু বলেন রাত আনুমানিক ২ টায় ১৫/১৬ জনের মুখোশধারী সন্ত্রাসীরা বসত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে আসবাবপত্র ভাংচুর করে, নগদ ৮০ হাজার টাকা, স্বর্নালংকার লুট করে নিয়ে গেছে এবং আগুন লাগিয়ে জিনিসপত্র পুড়ে ফেলে। তিনি আরও বলেন প্রতিবেশি কাজল,রফিকুল এর সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। তাছারা ১৬/১/২৩ আফাজ উদ্দিন ও বেগম বিবির কাছ থেকে ৩২ শতাংশ জমি রেজিষ্ট্রেশন করি। এ বিষয়টিকে কেন্দ্র করে ২২/২/২৩ আফাজ উদ্দিন এর ছেলে মোস্তফাক ও আর্জিনাকে মারধর করে আমির হোসেন, জাকির, কফিল উদ্দিন, ফারুক, কাজল। উপরোক্ত বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন মজনু মিয়া।
বাংলাদেশ সময়: ১:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel