• শিরোনাম

    শিবপুরে সংসদ সদস্যের কার্যালয়ে আগুনের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

    খন্দকার আমির হোসেন শিবপুর | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ | পড়া হয়েছে 59 বার

    শিবপুরে সংসদ সদস্যের কার্যালয়ে আগুনের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

    apps

    নরসিংদীর শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আরিফ উল ইসলাম মৃধাকে নিজ বাড়ি থেকে আটক করেছে সাদা পোশাকের একদল পুলিশ। পরে তাঁকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে পুলিশের গোয়েন্দা শাখায় ডিবিতে নেওয়া হয়। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার চক্রধা ইউনিয়নের পূবেরগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে পুলিশ নিয়ে যায়। সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা শিবপুরের আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ নামের একটি সংগঠনের সদস্যসচিব ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। গত উপজেলা পরিষদ নির্বাচনে হারুনুর রশিদ খানের কাছে হেরে যাওয়ার পর থেকে স্থানীয় রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন তিনি। আরিফ উল ইসলাম মৃধার স্ত্রী আফরোজা নাসরিন বলেন, ‘গতকাল দুপুরে ভাত খাওয়ার পর আমরা ঘুমিয়ে ছিলাম। আসরের নামাজের আগে কয়েকজন এসে তাঁকে (আরিফ) ডাকছিলেন। পরে ঘুম থেকে উঠে তিনি তাঁদের সঙ্গে কথা বলেন। পরে শুনেছি, তাঁরা সাদা পোশাকের পুলিশের লোক। পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়ার ব্যক্তিগত কার্যালয় (উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত) আগুনে পুড়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরিফকে আটক করেছে শিবপুর থানার পুলিশ। এ বিষয়ে শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনায় গতকাল রাতে শিবপুর থানায় মামলা হয়েছে। ওই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধাসহ ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। আটক আরিফ উল ইসলাম মৃধাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে।

    বাংলাদেশ সময়: ৭:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ