খন্দকার আমির হোসেন, শিবপুর প্রতিনিধি :
নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় শিবপুর উপজেলা প্রধান গেইট রাস্তায় ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের নেতৃত্বে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক, শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: সাইফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার সোহরাব হোসেন ভূঞা, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী তানজিনা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজিজুল হক ভুলু মাস্টার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব চক্রবর্তী প্রমুখ।
অপরদিকে শিবপুর মডেল থানা পুলিশের আয়োজনে থানা সদর রোডে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। ওসি মোল্লা আজিজুর রহমানের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, এসিল্যান্ড শ্যামল চন্দ্র বসাক, উপজেলা আওয়ামীলী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল প্রমুখ।