| বুধবার, ২৩ জুন ২০২১ | প্রিন্ট
খন্দকার আমির হোসেন, শিবপুর থেকে :
নরসিংদীর শিবপুরে লেপ-তোশক তৈরির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলার যোশর ইউনিয়নের সৃষ্টিঘর বাসস্ট্যান্ড বাজারের তোফাজ্জল হোসেন মার্কেটের ভাড়াটিয়া মো: তারা মিয়ার লেপ তোশকের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম বলেন, সন্ধ্যায় আগুন লাগার খবরে শিবপুর ফায়ার সার্ভিসের একটি ও বেলাব ফায়ার সার্ভিসের দুইটিসহ মোট তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা নিজেদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সহযোগিতায় প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
দোকান মালিক তারা মিয়া জানান সন্ধ্যা ৭ টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
Posted ৬:১২ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।