• শিরোনাম

    শিবপুরে লকডাউন বাস্তবায়নে মাইকিং ও মোবাইল কোর্ট

    অনলাইন ডেস্ক | রবিবার, ১৮ এপ্রিল ২০২১ | পড়া হয়েছে 345 বার

    শিবপুরে লকডাউন বাস্তবায়নে মাইকিং ও মোবাইল কোর্ট

    apps

    খন্দকার আমির হোসেন, শিবপুর প্রতিনিধি:

    নরসিংদীর শিবপুরে লকডাউন বাস্তবায়নে সরকারী স্বাস্থ্যবিধি মানতে মাইকিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান। শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকেই উপজেলার দুলালপুর বাজার, গড়বাড়ি বাজার, বিরাজনগর বাজার ও যশোর বাজার এলাকায় তিনি এই অভিযান পরিচালনা করেন।
    এসময় মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত বিধিনিষেধ প্রতিপালন পরিস্থিতি পর্যবেক্ষণ, সামাজিক দূরত্ব নিশ্চিত করণ ও মাস্ক পরিধান, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমসহ দ-বিধি ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মোবাইল কোর্টে মোট ছয়টি মামলায় ছয় হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়।
    নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান তত্ত্বাবধানে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়ে বলে জানান এসিল্যান্ড মোঃ শাহরুখ খান।

    বাংলাদেশ সময়: ১২:১৯ অপরাহ্ণ | রবিবার, ১৮ এপ্রিল ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ