| বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ | প্রিন্ট
খন্দকার আমির হোসেন, শিবপুর সংবাদদাতা: বৃহস্পতিবার নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড় এবং কলেজ গেইট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক।
এ সময় রাস্তা বেদখল করে যানজট সৃষ্টি করায়, লাইসেন্সবিহীন গাড়ি চালানো, মাস্ক পরিধান না করার অপরাধে কয়েকটি গণপরিবহন চালককে ও মোটরসাইকেল আরোহীকে সড়ক পরিবহন আইন, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ও দণ্ডবিধিসহ কয়েকটি আইনে বিভিন্ন অংকের অর্থদণ্ড দেয়া হয়। এছাড়াও বর্তমান করনো পরিস্থিতি মোকাবেলায় সকলের মাস্ক পরিধান নিশ্চিত করা ও সরকার ঘোষিত অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ জনগণকে সচেতন করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শিবপুর মডেল থানার একটি টিম সাথে সহযোগিতা করেন।যানজট নিরসনে উপজেলা প্রশাসনের এ ধরনের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়েছে।
Posted ৪:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।