নরসিংদী প্রতিনিধি: | রবিবার, ০৬ মার্চ ২০২২ | প্রিন্ট
নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা গ্রামের সাদিরা বাড়িতে ভাবিকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দেবর সালাউদ্দিন। রবিবার (৬ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী নূর ইসলামের ছেলে প্রবাসী সোহেল (মিস্টারের) স্ত্রী। প্রত্যক্ষদর্শী জহির উদ্দিন জানান, প্রবাসী মিস্টারের স্ত্রী একটি ফার্ম করতে চাইলে তার ছোট ভাই সালাউদ্দিন বাঁধা দেয়। তার বাঁধা না মানায় মিস্টারের স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে এবং তার হাতে দা দিয়ে কুপিয়ে জখম করে। আহত মিস্টারের স্ত্রী বলেন, আমরা একটি ফার্ম নির্মাণ করতে চাইলাম। এখানে এসে সালাউদ্দিন বাঁধা দেয়। আমি জিজ্ঞাসা করলে আমাকে লাঠি দিয়ে বেদম মারধর করে এবং একটি দা দিয়ে কুপিয়ে আমার হাতে জখম করে। আমার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। তিনি আরোও বলেন, আমার দেবর সালাউদ্দিন প্রায় সময়ই আমার কাছে টাকা দাবি করে। টাকা না দিলে আমাকে বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে। এবং মারধর করতে আসে। এ ব্যাপারে অভিযুক্ত সালাউদ্দিনের বক্তব্যের জন্য বাড়িতে গেলে তালাবদ্ধ দেখা যায়,একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয় নি। এ বিষয়ে জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিম সরকারকে ফোন দিলে তিনি জানান, আমি এটা কয়েকবার করে মিমাংসা করার চেষ্টা করেছি। তা উপেক্ষা করেই আবার মারামারির ঘটনা ঘটায়।
Posted ৪:৫৮ অপরাহ্ণ | রবিবার, ০৬ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।