
খন্দকার আমির হোসেন | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক তাজুল ইসলাম খাঁন ঝিনুকের আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হলরুমে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো: সজীব।
মরহুমের জীবন ও কর্মের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন,নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার,শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার,সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজিজুর রহমান খান ভুলু মাস্টার,বীর মুক্তিযোদ্ধা এ কে নাসিম আহমেদ হীরণ প্রমুখ।
আলোচনা শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Posted ৩:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।