নরসিংদী জেলা প্রতিনিধি: | বুধবার, ১২ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
নরসিংদীর শিবপুর উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খানকে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ও শিক্ষক সমাজের পক্ষ থেকে থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। বুধবার( ১২ জানুয়ারি) দুপুরে ইউএনও অফিসারের কার্যালয়ে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বিদায়ী ইউএনও কে সম্মামনা ক্রেষ্ট প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার ভূমি মো: শাহরুখ খান, শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুউদ্দিন মোহাম্মদ আলমগীর, শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাব্বত হোসেন,ব্রাহ্মন্দী এডভোকেট সুরুজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, দড়িপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির উদ্দিন, খড়িয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহীদুল্লাহ ও দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য,ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান ভূমি মন্ত্রাণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে বদলী হয়েছেন।
Posted ৩:২১ অপরাহ্ণ | বুধবার, ১২ জানুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।