| মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
খন্দকার আমির হোসেন, শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখারউদ্দিন খান নিপুন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি হাফিজ আহম্মেদ সরকার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও গণমাধ্যমকর্মী সহ অন্যান্যরা।
Posted ৯:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।