| বুধবার, ২৮ জুলাই ২০২১ | প্রিন্ট
খন্দকার আমির হোসেন, শিবপুর প্রতিনিধি:
বিএনপির সাবেক মহাসচিব (বহিস্কৃত) সাবেক এলজিআরডি মন্ত্রী ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের বিএনপি থেকে নির্বাচিত টানা চারবার সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা জাতীয় নেতা প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়ার ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৮ জুলাই) এ উপলক্ষে সকালে শিবপুরে আব্দুল মান্নান ভূঁইয়ার ধানুয়াস্থ সমাধিস্থলে ব্যক্তিগতভাবে কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর এলাহী, আব্দুল মান্নান ভূঁইয়া স্মৃতি সংসদের সভাপতি আবুল হারিছ রিকাবদার, আব্দুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচিব ও শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা প্রমুখ।
উল্লেখ্য, আবদুল মান্নান ভূঁইয়া ২০১০ সালের ২৮ জুলাই মারা যান। ১৯৪৩ সালের ১ মার্চ নরসিংদীর মনোহরদীর চন্দনবাড়ী ইউনিয়নের আসাদনগর গ্রামে নানার বাড়ীতে তাঁর জন্ম। তাঁর পৈতৃক বাড়ী শিবপুর উপজেলার মাছিমপুর গ্রামে।
Posted ১০:৫১ অপরাহ্ণ | বুধবার, ২৮ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।