অনলাইন ডেস্ক | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 387 বার
খন্দকার আমির হোসেন, শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) উপজেলার সাধারচর ইউনিয়নের দক্ষিণ সাধারচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক। এসময় বাল্যবিবাহ দেয়ার চেষ্টা করায় না-বালিকা মেয়ের পিতাকে ৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয় এবং মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ায় আগে বিয়ে দিবেন না বলে তার নিকট হতে মুচলেকা নেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহযোগিতায় ছিলেন শিবপুর মডেল থানা পুলিশের একটি টিম।
বাংলাদেশ সময়: ১২:৪২ অপরাহ্ণ | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel