খন্দকার আমির হোসেন, শিবপুর প্রতিনিধি: বন্যা প্রবণ ও নদী ভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নরসিংদীরশিবপুর উপজেলার কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২৮ নভেম্বর শনিবার সকালে এ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্হাপন করেন নরসিংদী- ৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন।এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান খান ভুলু মাস্টার ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।