
অনলাইন ডেস্ক | রবিবার, ০৮ আগস্ট ২০২১ | পড়া হয়েছে 75 বার
খন্দকার আমির হোসেন, শিবপুর থেকে:
শিবপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ আগষ্ট) বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, আমির হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি খোকন ভূইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিপুণ খান, পুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাছিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন মাষ্টার, পুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসন ভূইয়া রমজান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজ আহমেদ সরকার, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক জাহিদ সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক ফাজায়েল ভূইয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১০:৩৭ অপরাহ্ণ | রবিবার, ০৮ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel