• শিরোনাম

    শিবপুরে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

    অনলাইন ডেস্ক মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১

    শিবপুরে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

    apps

    খন্দকার আমির হোসেন, শিবপুর থেকে:
    আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নে অসহায়, কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

    সোমবার (৫ জুলাই) সকালে দুলালপুর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ৯টি ওয়ার্ডে শারীরিক দূরত্ব বজায় রেখে ৫শত ৫০ জন অসহায়, কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদর রহমান, দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজসহ বিভিন্ন অসহায়, কর্মহীন ও দরিদ্র পরিবারের সদস্যরা।

    ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক করোনা পরিস্থিতির কারণে যাতে কেউ কষ্ট না পায় এবং আসন্ন ঈদ উপহার হিসেেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুলালপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৫৫০ জনকে ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

    বাংলাদেশ সময়: ৫:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ