
| মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১ | প্রিন্ট
খন্দকার আমির হোসেন, শিবপুর প্রতিনিধি:
শিবপুরে ৯ নভেম্বর মঙ্গলবার প্রত্যাশা প্রকল্পের এডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে এডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়। ইউরোপ ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সিলিং , রেফারাল সার্ভিস, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, মানসম্মত সেবাসহ বিভিন্ন প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে অভিবাসীদের সেবা দিয়ে থাকেন প্রত্যাশা প্রকল্প। প্রকল্পটি ৪ বছরে ১৭ জন ইউরোপ ফেরতদের আত্মকর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে সেবা দিয়েছেন। তাছাড়া এশিয়ার অন্যান্য দেশে থেকে ফেরত অভিবাসীদেরকেও প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে মানুষকে সেবা দিয়ে থাকেন প্রত্যাশা ও মাইগ্রেশন ফোরাম প্রকল্পের কর্মকর্তা, কর্মচারীগণ। ইউনিয়ন পর্যায়ে প্যারাকাউন্সিলর, উপজেলা পর্যায়ে ফিল্ড অর্গানাইজারগণ বাজের, মোড়ে গণনাটকসহ বিভিন্ন পর্যায়ে সেবা দিয়ে যাচ্ছেন প্রত্যাশা প্রকল্পের লোকজন। এডভোকেসি সংলাপে বক্তব্য রাখেন জেলা প্রতিনিধি মিজানুর রহমান, আর.এস.সি ম্যানেজার সাহিদা আক্তার, কাউন্সিলর নূরুল ইসলাম, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস.এম খোরশেদ আলম, প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল শামীম, যুব উন্নয়ন কর্মকর্তা শিকদার মাহমুদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বিলকিছ প্রমুখ।
Posted ৫:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।