
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শনিবার, ২৪ মে ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর শিবপুরে পুলিশের বিশেষ অভিযানে ২৩ মামলার পলাতক আসামি আপেল মাহমুদ (৩৬) গ্রেফতার হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকা থেকে তাকে আটক করে শিবপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আপেল মাহমুদ নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া গ্রামের মৃত নোয়াব আলী ও বিলকিস বেগমের ছেলে। তিনি কুন্দারপাড়া এলাকায় সংঘটিত একটি আলোচিত ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, আপেল মাহমুদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ মোট ২৩টি মামলা চলমান রয়েছে। এছাড়া সদর থানায় তার নামে ৮টি ওয়ারেন্টও রয়েছে। কুন্দারপাড়া ডাকাতি মামলায় তার বিরুদ্ধে ১৬৪ ধারায় সাক্ষ্যও নেওয়া হয়েছে।
শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রায়হান সরকার জানান, “দীর্ঘদিন আত্মগোপনে থাকা আপেল মাহমুদ বিভিন্ন এলাকায় গা ঢাকা দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে দীর্ঘ নজরদারি ও পরিকল্পিত অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।”
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Posted ৯:৩৮ অপরাহ্ণ | শনিবার, ২৪ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।