| শুক্রবার, ২৩ জুলাই ২০২১ | প্রিন্ট
খন্দকার আমির হোসেন, শিবপুর থেকে:
নরসিংদীর শিবপুরে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার পাহাড়িয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে মেঘনার শাখা পাহাড়িয়া নদীতে একটি লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে শিবপুর থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করলেও তাৎক্ষনিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক ইমরান আহমেদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরিচয় নিশ্চিতের পাশাপাপাশি অন্যান্য কারণ খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ববস্থা গ্রহণ করা হচ্ছে।
Posted ৯:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।