
| রবিবার, ০৭ নভেম্বর ২০২১ | প্রিন্ট
খন্দকার আমির হোসেন, শিবপুর প্রতিনিধি:
নসিংদীর শিবপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ নভেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও শিবপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সদস্য যুগ্মসচিব শাহনওয়াজ দিলরুবা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর উপ পরিচালক তাসলিমা মুসতারিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর নরসিংদী জেলা নিরাপদ খাদ্য অফিসার মারুফা হক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর আইন কর্মকর্তা শেখ মোঃ ফেরদৌস আরাফাত, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান প্রমুখ। সেমিনারে শিবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হোটেল রেস্তোরার মালিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ নেন।
Posted ৪:৩৪ অপরাহ্ণ | রবিবার, ০৭ নভেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।