
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর শিবপুরে গত ৭ জানুয়ারি পিতৃপরিচয়হীন জন্ম নেওয়া শিশুটি পেল নতুন ঠিকানা। গতকাল বুধবার গোপনীয়তা বজায় রেখে শিশু আইন ২০১৩ এর আলোকে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্তের আলোকে দুই মাস বয়সী শিশুটিকে নতুন পরিবারের কাছে তাকে দত্তক দেয়া হয়েছে।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি মোছা: ফারজানা ইয়াসমিন, উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব কে এম আবু রায়হান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: রোকসানা বিলকিস, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি মোছা: ফারজানা ইয়াসমিন গণমাধ্যম কে জানান, শিশুটিকে দত্তক দেয়ার ক্ষেত্রে আবেদনকারীর পরিবারিক, সামাজিক, পেশা ও অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে একটি নিঃসন্তান ধনাঢ্য পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়। শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করে সেই পরিবারটি সম্পর্কে তিনি কিছু জানাতে চাননি এবং গতকাল বুধবার রাতে শিশুটিকে হস্তান্তর করা হয়।
উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব কে এম আবু রায়হান গণমাধ্যম কে জানান, শিশু আইনের ৮৪ ধারায় বলা রয়েছে বাচ্চাকে যদি তার পরিবারে একীকরণ সম্ভব না হয় তাহলে শিশু কল্যাণ বোর্ড লালন পালনের অভিভাবকত্ব দিতে পারে, সেই ধারাকেই কাজে লাগানো হয়েছে। সে ভালো একটি পরিবারে যাচ্ছে, উন্নত জীবন কাটাবে, শিক্ষাদীক্ষায় বড় হবে এই প্রত্যাশা করি।
Posted ৬:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।