| মঙ্গলবার, ০২ মার্চ ২০২১ | প্রিন্ট
খন্দকার আমির হোসেন, শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে স্বর্গীয় ডাঃ জগন্নাথ চন্দ্র মন্ডল এর স্মরণে ডে- নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১লা মার্চ) রাতে পুটিয়া ইউনিয়নের বাড়ৈআলগী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম।
খেলা উদ্বোধন করেন পুটিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কাকন চৌধুরী স্বপন, খেলার সভাপতিত্ব করেন বাড়ৈআলগী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. হান্নান প্রধান, পৃষ্ঠপোষক ছিলেন শ্রী বিন্দাবন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আবদুল আউয়াল রতন ভূইয়া, আওয়ামীলীগ নেতা রুবেল মোল্লা প্রমুখ।
এ সময় প্রধান অতিথি নজরুল ইসলাম বলেছেন, সর্বনাশা মাদকের ভয়াল থাবা থেকে এলাকার যুবসমাজকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, ইভটিজিং, সন্ত্রাস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
Posted ৮:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ মার্চ ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।