
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ | প্রিন্ট
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন ‘গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ’ শীর্ষক প্রকল্পে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত নরসিংদীর শিবপুরে কর্মরত কার্যসহকারী আরিফুল ইসলাম তুহিনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে গত ২ জুলাই ২০২৫ তারিখে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে ‘গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা)’ এবং ‘গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর)’ কর্মসূচির অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে নিয়োগপত্রের ‘চ’ ধারাসহ চুক্তিপত্রের ৯নং শর্ত ভঙ্গের দায়ে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
চাকরিচ্যুত আরিফুল ইসলাম তুহিন নরসিংদী জেলার শিবপুর উপজেলার শিবপুর গ্রামে বসবাস করেন। তার পিতার নাম মো. হোসেন আলী এবং মাতার নাম কারিমা বেগম।
প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে অপসারণের বিষয়টি নিশ্চিত করা হয়।
Posted ৩:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।