• শিরোনাম

    শিবপুরে জুম অ্যাপের মাধ্যমে আইন শৃঙ্খলার কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    অনলাইন ডেস্ক | সোমবার, ০৯ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 276 বার

    শিবপুরে জুম অ্যাপের মাধ্যমে আইন শৃঙ্খলার কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    apps

    খন্দকার আমির হোসেন, শিবপুর :

    নরসিংদীর শিবপুর উপজেলায় প্রথমবারের মতো জুম অ্যাপের মাধ্যমে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।
    শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান এর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন আইন শৃঙ্খলার মূখ্য উপদেষ্টা নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন। আরো বক্তব্য রাখেন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ সরোয়ার জুয়েল, শিবপুর সহকারি কমিশনার (ভুমি) শ্যামল চন্দ্র বসাক, শিবপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. নওশের আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ। শিবপুর প্রেসক্লাবের আহবায়ক আলম খান, বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ মৃধাসহ বিভিন্ন দাপ্তরিক বিভাগের প্রধান ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সময়: ৭:৩৭ অপরাহ্ণ | সোমবার, ০৯ নভেম্বর ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ