অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০ | পড়া হয়েছে 326 বার
খন্দকার আমির হোসেন, শিবপুর সংবাদদাতা: নরসিংদীর শিবপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২০ পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শিবপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী তানজিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদা খাতুন, উপজেলা নির্বাচন অফিসার ফারজানা আবেদীন, শিবপুর প্রেসক্লাবের আহবায়ক আলম খান প্রমুখ।
আলোচনা শেষে বিভিন্ন ব্যক্তি বর্গের মাঝে মাস্ক, সাবান, হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয় এবং হাত ধোয়া সম্পর্কে সচেতন করতে নিয়মকানুন দেখানো হয়।
বাংলাদেশ সময়: ৪:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel