| শনিবার, ০৬ নভেম্বর ২০২১ | প্রিন্ট
খন্দকার আমির হোসেন, শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে ৫০তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার ( ০৬ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর এর আয়োজনে বর্ণাঢ্য সমবায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুরের এমপি জহিরুল হক ভূঞা মোহন। ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মোঃ আবদুল জলিল ভূঞার সঞালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ্রুখ খান, শিবপুর মডেল থানার ওসি মোঃ সালাহউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, সহ সভাপতি আজিজুর রহমান ভুলু মাস্টার প্রমুখ।
সভায় এ বছরের প্রতিপাদ্য বিষয় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” এর উপর আলোচনা করা হয়।
Posted ১১:৪২ অপরাহ্ণ | শনিবার, ০৬ নভেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।