অনলাইন ডেস্ক | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ | পড়া হয়েছে 351 বার
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি :
মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২০-২০২১ অর্থবছরে জলাশয়ে নরসিংদীর শিবপুর উপজেলার ৭ টি স্থানে ২৯৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে চিনাদীবিলে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিভিন্ন প্রজাতির ১৬০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
অবমুক্ত করেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক ভূইয়া মোহন।
এ সময় আরো উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার কাবিরুল ইসলাম খান, জেলা মৎস্য অফিসার মোঃ বেলাল হোসেন, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ, শিবপুর উপজেলা মৎস্য অফিসার ফাহিমুল আরেফিন ও সহকারী মৎস্য অফিসার দিলীপ কুমার ধর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান বুলু মাস্টার, আব্দুল হাই মাস্টার, আলমগীর হোসেন মৃধা আঙ্গুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জেলা যুবলীগের সহ-সভাপতি জুনায়েদুল হক জুনু, উপজেলা কৃষকলীগের সভাপতি মিন্টু মৃধাসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ৩:০৬ অপরাহ্ণ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel