খন্দকার আমির হোসেন, শিবপুর প্রতিনিধি: ২০২০-২০২১ অর্থবছরে রবি/২০২০-২০২১ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পূনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় শিবপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। শিবপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবার শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, যোশর ইউপি চেয়ারম্যান রাশেল আহমেদ প্রমূখ।