খন্দকার আমির হোসেন, শিবপুর থেকে:
করোনার ভয়াবহ ওয়েভে জনজীবন আবার বিপর্যস্ত, জনমনে আতংক আর দৈনন্দিন স্বাভাবিক জীবন ব্যবস্থা হুমকির মুখে। সরকার কর্তৃক ঘোষিত লকডাউন সংক্রান্ত নির্দেশনাসমূহ বাস্তবায়নে লকডাউনের ১ম দিনে নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের নির্দেশনায়, ১জুলাই ২০২১ তারিখ শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান উপজেলার সর্বস্তরের জনসাধারণকে করোনার আক্রমণ থেকে বাঁচাতে সরকারের লকডাউন সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য মাঠে কাজ করেছেন ।একটি অস্থিতিশীল পরিবেশে শিবপুর উপজেলায় নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন ইউএনও কাবিরুল ইসলাম খান।শিবপুরে আসার পরে তিনি তার মেধা, অভিজ্ঞতা ও শ্রম দিয়ে সার্বিক পরিস্থিতিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছেন।এদিকে করোনার ঢেউ পুনরায় দেশের গতিশীল ধারাকে বাধাগ্রস্ত করছে,এমতাবস্থায় শিবপুরের জনগণকে সুস্থ ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে একজন জনবান্ধব ইউএনও হিসেবে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।
তিনি সকল শ্রেনী পেশার মানুষের কাছে বার্তা পৌছে দিচ্ছেন “আপনারা সকলেই সচেতন হোন, মাস্ক পরুন ও লকডাউন কার্যকরে নিজ গৃহে অবস্থান করুন। এ সময় সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ বডার গার্ড (বিজিবি )।