• শিরোনাম

    শিবপুরে উপজেলা চেয়ারম্যান গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আটক ৪, মোটরসাইকেল জব্দ

    নরসিংদী জেলা প্রতিনিধি খন্দকার আমির হোসেন: | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 50 বার

    apps

    নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়াামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খানের উপর গুলির ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার ও রোববার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
    আটককৃতরা হলো শিবপুর থানার পুটিয়া কামারগাঁও এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো: ফরিদ সরকার (৩৬), সৈয়দনগর এলাকার রোকন উদ্দিনের ছেলে মো: সাব্বির (৩০), কামারগাঁও এলাকার মৃত সিরাজ মোল্লার ছেলে মোমেন মোল্লা (৩৯) ও পূর্ব সৈয়দ নগর এলাকার আয়েছ আলীর ছেলে মনসুর আহমেদ রানা (৩৪)।

    শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলির ঘটনায় রোববার দুপুর পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে পালপাড়া বাজার রোডের পাশের একটি নির্জন বাড়ি থেকে হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা করেছে। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি। আহত উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলেছি, তিনি সুস্থ আছেন।

    এদিকে এই হামলার প্রতিবাদে রোববারও দিনব্যাপী বিক্ষোভ সমাবেশ করে বিক্ষোব্ধ জনতা। সকালে শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদ এই সমাবেশ করে। এসময় দ্রুত সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সহ এ হামলার তীব্র নিন্দা জানান বক্তারা।
    সমাবেশে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন নাজির এর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান বুলু, ডেপুটি কমান্ডার মোতালিব খান ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধারাসহ বীরমুক্তিযোদ্ধাদের সন্তনেরাা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, শনিবার সকালে শিবপুর উপজেলার নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রবীণ নেতা হারুন অর রশিদ খান। তিনজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে পরপর ২ রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্র্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থার উন্নতি বলে জানান চিকিৎসক।

    বাংলাদেশ সময়: ৮:২৪ অপরাহ্ণ | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ