বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

শিবপুরে ইয়াবার নেশায় আসক্ত হচ্ছে যুব সমাজ- পরিত্রাণ চায় সুশীল সমাজ

সোহরাব হোসেন খাঁন বাঁধন, নরসিংদী।   |   রবিবার, ২৫ এপ্রিল ২০২১   |   প্রিন্ট

শিবপুরে ইয়াবার নেশায় আসক্ত হচ্ছে যুব সমাজ- পরিত্রাণ চায় সুশীল সমাজ

নরসিংদীর শিবপুর উপজেলার একটি সুন্দর সুশীল সমাজঘঠন ব্যবস্থা আর শিক্ষার আলোয় আলোকিত ইউনিয়ন হিসেবে ইতিমধ্যে জেলায় যে কয়টির ইউনিয়নের সুণাম রয়েছে তার মধ্যে জয়নগর উন্নতম । একটি সুন।দর আধুনিক সমাজ ব্যবস্থায় আজ মাদকের করাল গ্রাসে নষ্ট হচ্ছে ছোট ছোট কমল মতি শিশুরাও। পুলিশের ততপরতায় যেমন বন্ধ হচ্ছে ঠিক তার উল্টোদিকে ব্যাবসায়ীর ধরণও পাল্টিয়ে মাদক ব্যবসা চালো করছে। পুলিশ মামলা দিলেও কৌশল গত বাবে অল্প সময়ে জামিনে এসে আরো চাংঙ্গা করে মাদক ব্যবসা করছে। এমনকি ব্যাবসায়ীদের মুখে এমন শুণা যাচ্ছে মাসিক মাশুহারা আর সেবনকারী মাসে ৫/৬ জন ধরিয়ে দিতে পারলে নাকি তারা প্রকাশ্যে চালিয়ে যেতে পারে এই ব্যবসা। ব্যাবসায়ীদের মধ্যে সুজাতপুর গ্রামের প্রবাসী ইব্রাহিমের ছেলে মো: এবায়েদ উল্লাহ (২৮) জয়নগরের মো: মনির হোসেন (৩২), আজকিতলার মো: রকিব মিয়া এই তিনজন একটি সিন্ডিকেট হয়ে মাদক ব্যবসা পরিচালনা করে। বিগত একমাস আগে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তাদেরকে ইয়াবা সহ আটক করে মামলা দেয়, জামিনে বের হয়ে পূনরায় চালো করে ইয়াবার ব্যবসা কিন্ত তাদের মধ্যে বনিবনা না হওয়ায় এবায়েদ ও মনিরের যৌথ ৫০০ পিছ ইয়াবা তাদের সহযোগী মো: রকিব মিয়া চুরি করে নিয়ে আসলে তাদের সন্ত্রাসী বাহিনীর মহরা নিয়ে হানা দেয় রকিবের বাড়ীতে। এই মাদক ব্যবসায়ীদের মহরা এবং রকিবের বাড়ীতে হামলা করলে আতংকে ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়না। পরবর্তীতে ৫০০ পিছ ইয়াবা উদ্ধার হয় রকিবের কাছ থেকে সত সত মানুষের সামনে। মাদক ব্যবসায়ীদের এমন দৌরাত্ম্য কে হুমকির মুখে যুব সমাজ এবং সমাজ ব্যবস্থা এমনই মনে করছেন সুশীল সমাজ। এই বিষয়ে রকিবের কাছে যানতে চাইলে গোপন ক্যামেরায় ধারন করা হয় তার বক্তব্য। সে ৫০০ পিছ ইয়াবা চুরির কথা শিকার করে এমনকি তাদের সাথে জেলা গোয়েন্দা শাখার এক অফিসারের সাথে সম্পর্ক থাকার কথা তথ্য পাশ করে। মোবাইল ফোনে এবায়েদ ও মনিরের সাথে যোগাযোগ করলে ৫০০ পিছ ইয়াবা চুরি এবং পরে উদ্ধার করার কথা শিকার করে। এবায়েদ এর কাছে ডিবি পুলিশে ঔ অফিসারের সাথে সম্পর্ক কথা জানতে চাইলে চিনেনা বলে জানায় কিন্ত ডিবি পুলিশের অফিসারকে মোবাইল ফোনে এই বিষয়ে জানতে চাইলে পরিচয়ের কথা শিকার করে এবং তাদের তথ্যবাহক (ছুর্স) হিসেবে কাজ করে বলে জানায়। মাদক ব্যবসায়ীদের এমন প্রকাশ্যে দিবালোকে ইয়াবা ব্যবসা চালিয়ে যাওয়াকে” হুমকির মুখে আছে পরবর্তী যুব সমাজ এমনটাই মনে করছেন সুশীল সমাজের বিশেষজ্ঞরা। তাদের দাবী প্রশাসনের আরো কঠোর হাতে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং দৃষ্টান্ত মূলক সর্বচ্চ শাস্তি পায় সেভাবে আইনের আওতায় নেয়। উলেক্ষ্য এই তিন জনের বিরুদ্ধেই মাদকের একাদিক মামলা রয়েছে। বিস্তারিত আরো আসছে…… #####

Facebook Comments Box

Posted ৮:১৬ অপরাহ্ণ | রবিবার, ২৫ এপ্রিল ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কবিতা
(570 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins