• শিরোনাম

    শিবপুরে আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে আগুন

    খন্দকার আমির হোসেন | বুধবার, ১৫ মার্চ ২০২৩ | পড়া হয়েছে 45 বার

    শিবপুরে আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে আগুন

    apps

    শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহনের ব্যক্তিগত কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা। মঙ্গলবার (১৪ মার্চ) দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার সদর রোডস্থ এই অফিসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অত্র অফিসের পাশ^বর্তী বাড়ির মালিক মাসুদ মীর হঠাৎ গভীর রাতে এমপির অফিসে আগুন জ্বলতে দেখেন। পরে তিনি আশপাশের লোকজনকে ডেকে আনেন এবং নিজ বাসা থেকেই মটর ছেড়ে আগুণ নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই অফিসটি পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী মাসুদ বলেন, রাত পৌনে একটার দিকে হঠাৎ দেখেন এমপির অফিসে আগুন জ¦লছে। পরে তিনি আশপাশের লোকজনকে ডাকেন এবং নিজেই বাসার মটর ছেড়ে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে যান নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিএিম বার), এএসপি সার্কেল (শিবপুর) মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, ওসি ফিরোজ তালুকদার প্রমুখ।

    উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল বলেন, এই অফিস থেকে সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহনের বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। বর্তমানে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই অফিসের প্রয়োজনীয় কাগজপত্রসহ আসবাবপত্র, দুটি টেলিভিশন, ইলেকট্রিক ফ্যানসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

    শিবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ হেলালউদ্দিন জানান, রাত একটায় আগুণ লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সম্পূর্ণ আগুণ নিয়ন্ত্রণ করতে তাদের দেড়ঘন্টা সময় লাগে বলে জানান। কি কারণে আগুণের সূত্রপাত তা তদন্ত সাপেক্ষে জানা জাবে বলে জানান তিনি।
    উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির বলেন, অত্র অফিসটি এমপি জহিরুল হক ভূইয়া মোহনের নিজস্ব অফিস। এখানে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় রয়েছে। আওয়ামীলীগ অফিসে আগুণ, উপজেলা চেয়ারম্যানকে গুলি একই সূত্রে গাথা।

    স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন মুঠোফোনে বলেন, ইহা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়। ফলে দলীয় ভাবে তারা ব্যবস্থা নিবে। তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখবে।
    ইউএনও জিনিয়া জিন্নাত‌ ঘটনাস্হল পরিদর্শন করেছেন।

    ওসি ফিরোজ তালুকদার,ঘটনাস্হল পরিদর্শন করেছেন,তিনি জানান এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।

    বাংলাদেশ সময়: ৪:২৫ অপরাহ্ণ | বুধবার, ১৫ মার্চ ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ