| সোমবার, ১২ অক্টোবর ২০২০ | প্রিন্ট
শিবপুর (নরসিংদী) সংবাদদাতা: নরসিংদীর শিবপুর থেকে পিস্তলসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১১ অক্টােবর) বিকালে শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার একটি গ্যারেজ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-শিবপুর উপজেলার রংপুর গ্রামের শহিদ উল্লাহর ছেলে মোহাম্মদ আলী (২৫) ও জয়মঙ্গল গ্রামের মৃত আ: হকের ছেলে মোঃ বশির সরকার (২০)।
জেলা গোয়েন্দা শাখার পরিদশর্ক রুপন কুমার সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক মাহমুদুল হাসান মারুফ, মাহমুদুল হাসান ও তাপস কান্তি রায় সঙ্গীয় ফোর্সসহ শিবপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় শিবপুর মডেল থানাধীন উত্তর মুন্সেফেরচর সাকিনস্থ জনৈক আসাদ মিয়ার গ্যারেজের ভিতর হতে অস্ত্রধারী সন্ত্রাসী মোহাম্মদ আলী ও মোঃ বশির সরকারকে গ্রেফতার করে এবং তাদের দখল থেকে একটি সচল পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত নরসিংদীসহ আশপাশ জেলায় সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা করা হয়েছে ।
Posted ১২:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।