| সোমবার, ১০ মে ২০২১ | প্রিন্ট
খন্দকার আমির হোসেন, শিবপুর প্রতিনিধি : নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ জহিরুল হক ভূঞা মোহন বলেছেন, করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নগদ অর্থসহ খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। আমরা সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারী সহায়তার পাশাপাশি ব্যক্তিগতভাবে খাদ্য সহায়তা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন। তিনি রবিবার (৯ মে) উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৩ হাজার ৫শত সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন কালে এসব কথা বলেন। সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহনের নিজস্ব অর্থায়নে ও উপজেলা আওয়ামীলীগের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মাঠে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুনুর রশীদ খান। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম ভূঞা রাখিলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খান, ওসি সালাহউদ্দিন মিয়া, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ,দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা তাতীলীগের সভাপতি মোঃ হানিফ মিয়া , সাধারণ সম্পাদক মোশারফ সরকার প্রমুখ।
Posted ১১:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ১০ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।