| বুধবার, ১১ নভেম্বর ২০২০ | প্রিন্ট
খন্দকার আমির হোসেন, শিবপুর সংবাদদাতা: শিবপুর নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুরে উপনির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র পরিদর্শন করেন শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদের ০২ নং সংরক্ষিত (৪,৫,৬ নং ওয়ার্ড) উপনির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র পরিদর্শন করেন শিবপুর উপজেলা নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার ফারজানা আবেদীন।
গতকাল মঙ্গলবার সকালে দুলালপুর ইউনিয়নের দুলালপুর উচ্চ বিদ্যালয়, কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরগারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভিটিচিনাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি দুলালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি সচিব ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেন।০২নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য লাইলী বেগম মৃত্যু বরণ করায় সদস্য পদটি শূন্য হয়।গত ৪ নভেম্বর এ ওয়ার্ডের উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। ৪ নভেম্বর থেকে ১৫ নভেম্বর মনোনয়নপত্র বিক্রি ও জমা, ১৭ নভেম্বর মনোনয়নপত্র বাছাই,২০নভেম্বর আপিল, ২৩ নভেম্বর প্রত্যাহার এবং ১০ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপ নির্বাচনে মোট ভোট কেন্দ্র পাঁচটি। এতে ৫ জন প্রিজাইডিং অফিসার,১০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২০ জন পোলিং অফিসার ভোট গ্রহণে দায়িত্ব পালন করবেন। উক্ত ওয়ার্ডে মোট ভোটার ৯৫৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৭১২ জন, মহিলা ভোটার ৪৮১৮ জন।শিবপুর উপজেলা নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার ফারজানা আবেদীন জানান নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে।
Posted ১:৫০ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।