শুক্রবার ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

শিক্ষার্থীদের খেলা-ধূলা ও ভাল পড়াশোনার পাশাপাশি মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে-বীরমুক্তিযোদ্ধা এমপি রবি

 শেখ ফারুক সাতক্ষীরা :   |   মঙ্গলবার, ০১ মার্চ ২০২২   |   প্রিন্ট

শিক্ষার্থীদের খেলা-ধূলা ও ভাল পড়াশোনার পাশাপাশি মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে-বীরমুক্তিযোদ্ধা এমপি রবি

শিক্ষার্থীদের খেলা-ধূলা ও ভাল পড়াশোনার পাশাপাশি মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে-বীরমুক্তিযোদ্ধা এমপি রবি


“মুজিব বর্ষের আয়োজন সুস্থ দেহ, সুন্দর মন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) কলেজ মাঠে বেলা ১২ টায় সাতক্ষীরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল- হাদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন, জাতীয় ও ক্রীড়া পতাকা এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘আজকের এই নতুন প্রজন্ম আগামীতে দেশের নেতৃত্ব দেবে। তাই তোমাদের দিকে তাকিয়ে রয়েছে দেশ ও জাতি। শিক্ষার্থীদের খেলা-ধূলা ও ভাল পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। ক্রীড়া স্বাস্থ্য ও মন ভালো করে। বাস্তব জীবনে ক্রীড়ার অনেক গুরুত্ব রয়েছে। এটি শৃঙ্খলা এবং হার-জিত মেনে নেওয়া এবং দলবদ্ধভাবে কাজ করতে শেখায়। ক্রীড়ায় যে যত বেশি সম্পৃক্ত হবে সে তত ভালো কর্মী হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের ওপর গুরুত্বারোপ করেন বীরমুক্তিযোদ্ধা এমপি রবি।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক কাজী আসাদুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আবুল হাশেম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস. এম আফজাল হোসেন, সাবেক অধ্যক্ষ শেখ আব্দুল অদুদ, সাবেক অধ্যক্ষ এ.কে.এম মোকাররম আলী, সাবেক অধ্যক্ষ সুকুমার দাস, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক জি.এস মকসুমুল হাকিম, সহ-সভাপতি তহিদুর রহমান, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, পৌর আওয়ামী লীগের সাবেক সহ- দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন । সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে দুপুরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরার উন্নয়নের রুপকার গণমানুষের প্রিয় নেতা বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মো. অলিউর রহমান।

Facebook Comments Box

Posted ৫:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ মার্চ ২০২২

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com