আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধিঃ | রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
ক্রয়কৃত জমি দখলের চেষ্টা ও চাষাবাদকৃত ফসল নষ্টের প্রতিবাদে জামালপুরের শাহাবাজপুরে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বিচারের দাবিতে প্রথমে নারায়ণপুর তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়েরী ও পরে অভিযোগও দিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী আল-আমিনের বাবা মজিুবর রহমান লিখিত বক্তব্যে বলেন, জামালপুর সদর থানাধীন শাহাবাজপুর মৌজার ১৩৬২ ও ৬৯২ খতিয়ানে যথাক্রমে ৩৮৭১,৩৮১২, ৩৮১৪ ও ৩৯৪ নং দাগে ৮৪ শতাংশ জমি নিয়ে সাজেদা বেগম, জাহেদুল ইসলাম, ফরিদা ইয়াছমিন গংদের সাথে প্রায় ৫ বছর যাবত বিরোধ চলে আসতেছি। পুরো জমি আল-আমিনদের সাব কবলা দলিল মুলে ক্রয় ও দখলে থাকলেও নানা অজুহাতে বারবার দেশীয় অস্ত্র সজ্জে সজ্জিত হইয়া আমাদেও উপর হামলা চালায়। তাছাড়া বারবার হুমকী প্রদান করছে যে, আমরা জমি ছাড়িয়া না দিলে আমাদের খুন জখম করিবে। ঘটনার পরই নারায়ণপুর তদন্তে কেন্দ্রে প্রথমে সাধারণ ডায়েরী ও পরে একটি অভিযোগ দায়ের হয়েছে। তবে এতেও কোন প্রতিকার পাই নি। শুক্রবার দুপুরে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসব বিষয়ে অভিযুক্ত বিবাদী পক্ষের অভিযুক্ত জাহেদুল ইসলাম উজ্জল বলেন, আমাদের জমিতে আমরা কাজ করতে গেছি, এতে বাধা দেবার কিছু নেই। উচ্চ আদালতে বিষয়টি নিয়ে মামলা চলমান আছে। আদালত যে রায় দিবে আমরা তা মেনে নেব।
Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।