রবিবার ২৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

শালিখায় সাড়ে ৭ হাজার কার্ডধারী টিসিবি পণ্য ক্রয় করা থেকে বঞ্চিত, দুই ইউনিয়নের কেউ পাইনা টিসিবির পণ্য

জসীম উদ্দীন, জেলা প্রতিনিধি,মাগুরা :   |   বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫   |   প্রিন্ট


পবিত্র রমজান মাসে মাগুরার শালিখা উপজেলার ৭টি ইউনিয়নে প্রায় সাড়ে ৭ হাজার টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ) কার্ড ধারীরা স্বল্পমূল্যের পণ্য ক্রয় করা থেকে বঞ্চিত হচ্ছেন। তারমধ্যে দুই ইউনিয়নের কেউ পাইনা টিসিবির পণ্য।

জানা গেছে, উপজেলায় সর্বমোট ১৯ হাজার ৬’শ ৭৫ টি কার্ড রয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী এই এনালগ কার্ডগুলো ফ্যামিলি স্মার্ট কার্ড করার জন্য অনলাইন করা হয়। এ পর্যন্ত এই উপজেলায় ১১ হাজার ৪’শ ২৬ টি ফ্যামিলি স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে, বাকি প্রায় সাড়ে ৭ হাজার ফ্যামিলি স্মার্ট কার্ড এখনো কার্ডধারীদের কাছে পৌঁছায়নি। ডিলাররা এই স্মার্ট কার্ড ছাড়া কোন পণ্য ক্রেতাদের কাছে বিক্রি করছে না। ফলে স্বল্পমূল্যে পণ্য ক্রয় থেকে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তরা বঞ্চিত হচ্ছেন।

উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নে সর্বমোট এনালগ কার্ডের সংখ্যা ৩ হাজার ৮০ টি সেখানে এসেছে ২ হাজার ৩ টি, তালখড়ি ইউনিয়নে সর্বমোট এনালগ কার্ডের সংখ্যা ৩৮’শ ৫৬টি, ফ্যামিলি স্মার্ট কার্ড এসেছে ২৫’শ ৪১টি, আড়পাড়া ইউনিয়নে মোট এনালগ কার্ডের সংখ্যা ২৯’শ ৯৯টি, এই ইউনিয়নে স্মার্ট কার্ড এসেছে ১৬শ ৩৪টি, শতখালী ইউনিয়নে ৩৪’শ ২০টি এনালগ কার্ড রয়েছে, সেখানে ফ্যামিলি স্মার্ট কার্ড এসেছে ৮’শ ৫০টি, শালিখা ইউনিয়নে মোট কার্ডের সংখ্যা ১৭’শ ৭০টি সেখানে এসেছে ১২’শ ২১টি, বুাগাতী ইউনিয়নে মোট এনালগ কার্ডের সংখ্যা ২’হাজার ১০টি সেখানে স্মার্ট কার্ড একটিও আসেনি, গঙ্গারামপুর ইউনিয়নে মোট এনালগ কার্ডের সংখ্যা ২৫’শ ৪০ টি সেখানে ফ্যামিলি স্মার্ট কার্ড একটিও আসেনি।

এ বিষয়ে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বনি আমিন বলেন, উপজেলায় এখনো যাদের ফ্যামিলি স্মার্ট কার্ড প্রিন্ট হয়ে আসে নাই, আসলে কার্ডধারিদের মাঝে বিতরন করা হবে। তবে কবে নাগাদ আসবে এ সম্পর্কে আমাদের কাছে এখনো কোন তথ্য আসেনি।

Facebook Comments Box

Posted ১:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins