নিজস্ব প্রতিনিধি | রবিবার, ২৯ আগস্ট ২০২১ | প্রিন্ট
কিশোরগঞ্জের হোসেনপুরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ১৪ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করেছেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা.সৈয়দা জাকিয়া নূর লিপি। পরে বন বিভাগের উদ্যোগে গাছের চারা বিতরন ও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন তিনি। এ উপলক্ষে রোরবার (২৯ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, পৌর মেয়র আব্দুল খাইয়ুম খোকন, অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেযারম্যান মোছাঃ রওশনারা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ এহছানুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সাদিকুর রহমান প্রমূখ।
Posted ২:৩৭ অপরাহ্ণ | রবিবার, ২৯ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।