
জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ | প্রিন্ট
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কুড়া উদয়পুর গ্রামের মৃত সাইদুল ইসলামের স্ত্রী সাহিদা বেগম। ১৩ বছর আগে স্বামীকে হারিয়ে বিধবা হন সাহিদা। দুই মেয়ে ও প্রতিবন্ধী সন্তানকে নিয়ে শুরু হয় কষ্টের জীবন। সন্তানদের মুখে ঠিকমতো খাবার তুলে দিতে পারছিলেন না।
অসহায় এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজকর্মী মামুন বিশ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে বিভিন্ন জনের কাছ থেকে ৭৪ হাজার টাকা অর্থ সংগ্রহ করেন। পরে ওই টাকায় একটি গরু ও একটি ছাগল, খাদ্যসামগ্রী ও পোশাক কিনে দেন মামুন বিশ্বাস। এ সময় নগদ ১১ হাজার টাকাও তুলে দেওয়া হয়। এ সময় সেচ্ছাসেবক রাহুল শেখ, আবু হাসান, হিরন ও গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।
সোমবার (৭ নভেম্বর) বিকালে এগুলো অসহায় পরিবারটির কাছে হস্তান্তর করেন মামুন বিশ্বাস
স্থানীয় সূত্রে জানা যায়, অনেক কষ্টে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। প্রতিবন্ধী ছেলেকে নিয়ে সাহিদার জীবন যুদ্ধে ক্লান্ত এখন। প্রতিদিন ভোরে বাড়িতে ছেলেকে দড়ি দিয়ে বেঁধে রেখে জীবিকার সন্ধানে বের হন সাহিদা। ছেলে শহিদ (২১) প্রতিবন্ধী। চলাফেরা করতে পারে না। রাস্তার ধারে বা ক্ষেত্রের আইল থেকে শাক ও কুচ লতা সংগ্রহ করে বাড়িতে নিয়ে এসে পরিস্কার করে সেইগুলো বিকালে হাটে নিয়ে বিক্রি করে সংসার চালান। মাঝে মধ্য মানুষের বাড়িতে কাজ করে, মা ছেলের ভাতা কার্ড থেকে যা পান সব মিলিয়ে চলে যায় কোন রকম।
সমাজকর্মী মামুন বিশ্বাস বলেন, মানবতার টানে ছুটে চলি। ফেসবুকের মাধ্যমে সমাজের জন্য ভালো কিছু করার চেষ্টা করি। হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য কিছু করতে পারলেই আমার ভালো লাগে। তিনি আরও বলেন, এতিম সন্তানসহ পরিবারের চার সদস্যের জন্য এটা সামান্য উপহার হিসেবে দিয়েছেন আমার ফেসবুক বন্ধুরা। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।
এ বিষয়ে মৃত সাইদুল ইসলামের স্ত্রী সাহিদা বলেন, আল্লাহ ছাড়া আমাদের কেউ আর নেই। ছেলেকে বেঁধে রেখে প্রতিদিন জীবিকার জন্য বের হতাম। মামুন বিশ্বাস আমাদের পাশে দাঁড়িয়েছেন। এখন সব কিছু দিয়েছেন। আমি আর বাহিরে যাবো না। তার জন্য দোয়া করি তিনি যেন এভাবে অসহায়দের পাশে দাঁড়াতে পারেন।
Posted ৫:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।