
জসিম উদ্দিন রাজিবঃ | সোমবার, ০২ জুন ২০২৫ | প্রিন্ট
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। জিয়াউর রহমানের সাহসী ভূমিকা এবং তার বলিষ্ঠ নেতৃত্বের কারনেই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। জিয়াউর রহমানের আদর্শকে লালন করি বলেই আমরা আজ সম্মানিত। বাংলাদেশের প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স এবং পোশাকশিল্পের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, বিগত দিনে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সোনারগাঁ বিএনপির উল্লেখযোগ্য ভূমিকা ছিলো। দলের দুঃসময়ে এ উপজেলায় বিএনপি ও নেতাকর্মীদের মামলা হামলায় সব সময় পাশে ছিলেন আজহারুল ইসলাম মান্নান।
রবিবার (২ জুন) দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সিনিয়র যুগ্ম-সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, যুগ্ম-সম্পাদক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান-সহ প্রত্যেক ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Posted ৬:৩৩ অপরাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।