• শিরোনাম

    লায়ন্স ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে নাসিরনগরে ত্রাণ সামগ্রী বিতরণ

    অনলাইন ডেস্ক | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ | পড়া হয়েছে 363 বার

    লায়ন্স ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে নাসিরনগরে ত্রাণ সামগ্রী বিতরণ

    apps

    রুমাজ্জল হোসেন রুবেল : লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ এ-৩ এর উদ্যোগে নাসিরনগর উপজেলার গোর্কণ গ্রামে বন্যার্ত তিনশত অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সকালে গোর্কণ কাজী বাড়ি চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব সামগ্রী বিতরণ করেন লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের জেলা গর্ভনর লায়ন এডভোকেট সেলিনা রৌশন । এাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ,দেড় লিটার তেল ও ১ প্যাকেট লবন।

    লায়ন্স ক্লাব অব ঢাকা নর্দানের সেক্রেটারী সৈয়দ মো. শরীফের সভাপতিত্বে এসময় লায়ন্স ক্লাব অব ঢাকা নর্দানের জেলা ভাইস গর্ভনর লায়ন এস কে কামরুল, দ্বিতীয় ভাইস গর্ভনর লায়ন নুরুল আলম, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এস কে বাসার, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ নওশাদ উল্লাহ, উত্তরা ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাহ উদ্দিন মুকুল, গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানিজিং কমিটির সভাপতি সৈয়দ মো. শাহিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
    লায়ন্স ক্লাব অব ঢাকা নর্দানের জেলা গর্ভনর লায়ন এডভোকেট সেলিনা রৌশন জানান, লায়ন্স ক্লাব অব ঢাকা নর্দান জনসেবামূলক কাজ করে থাকে। অসহায় ও গরীব মানষের বিনামূল্যে চোখের চিকিৎসা, শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা ছাড়াও ত্রাণ বিতরণসহ জনসেবামূলক কাজ তো করছে। শুক্রবার গোর্কণ গ্রামের বন্যার্ত তিনশত পরিবারের মাঝে ত্রান সামগ্রী দেয়া হয়েছে তা ভবিষ্যতের অব্যাহত থাকবে।

    বাংলাদেশ সময়: ৭:৪৮ অপরাহ্ণ | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ