নিজস্ব প্রতিবেদক: | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
২৩ নভেম্বর, ২০২৪ লোহাগড়া উপজেলায় সাতশত পরিবারের প্রায় ৩৫০০ সদস্যদের মাঝে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ইমার্জেন্সি ফ্লাড রিলিফ গ্রান্ট (EMR25144/315A3) বিতরণ করা হয়। ৭০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিড়া, আলু, লবণসহ খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
লায়ন্স ইন্টারন্যাশনাল পৃথিবীর মধ্যে অন্যতম সেবাদানকারী সংগঠন হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। চক্ষু সেবার পাশাপাশি এই সংগঠন যে কোন প্রাকৃতিক দুর্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও অন্যান্য ত্রান সামগ্রী বিতরন করে থাকে। নবগঙ্গা নদীর তীর ঘেষে অবস্থিত লোহাগড়া উপজেলা। চারদিক নদী বেষ্টিত এই উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ বন্যা, নদী ভাঙন এসব অঞ্চলে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় স্থানীয় বাসিন্দারা। নভেম্বর ২৩, ২০২৪ ইং তারিখ শনিবার লোহাগড়া উপজেলায় বন্যাকবলিত অসহায় ৭০০ পরিবারের প্রায় ৩৫০০ সদস্যদের মাঝে লায়ন্স ইন্টারন্যাশনালের ইমারজেন্সি গ্রান্ট (EMR25144/315A3), জেলা ৩১৫এ৩ এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর ত্রান বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রিলিফ ডিস্ট্রিবিউশন করে লায়ন ফারহানা বকস, কাউন্সিল চেয়ারপার্সন, মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বিশেষ অতিথি ছিলেন লায়ন খন্দকার আবু আশফাক, পিসিসি, এমডি ৩১৫, মোঃ শামসুল আলম, ডিস্ট্রিক্ট গভর্নর, জেলা ৩১৫এ৩, ফারহানা নাজ, প্রাক্তন জেলা গভর্নর, মিথুন, মোঃ আশিকুর রহমান, ওসি, লোহাগড়া পুলিশ স্টেশন। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন পিডিজি লায়ন দেওয়ান নাসিরুল হক, এমডি জিএলটি কোআর্ডিনেটর, পিডিজি লায়ন বেনজির আহমেদ, প্রটোকল চেয়ারপার্সন, এমডি ৩১৫, মোহাম্মদ বেল্লাল হোসাইন, ১ম জেলা গভর্নর, জেলা ৩১৫এ৩, শাহাদাত হোসেন, ১ম জেলা গভর্নর, জেলা ৩১৫বি২, শাহ আবু রুশদ আল মুনীর, ১ম জেলা গভর্নর, জেলা ৩১৫ বি৩, ডা: আসাদুল্লাহ আহমেদ, ২য় জেলা গভর্নর, জেলা ৩১৫এ৩, মো: বোরহান উদ্দিন, ২য় জেলা গভর্নর, জেলা ৩১৫বি২, মো: ফেরদৌস হাসান বানী, জেলা গভর্নর, জেলা ৩১৫ বি৩, পিডিজি লায়ন এম এম এ বাশার পিডিজি লায়ন ডা: শহিদুল ইসলাম, ট্রেজারার, লায়ন্স পিডিজি ফোরাম, মো: নজরুল ইসলাম শিকদার, মাল্টিপল ডিস্ট্রিক্ট জিএসটি কোঅর্ডিনেটর, পিডিজি লায়ন শফিকুল আজম ভূইয়া, পিডিজি লায়ন নজরুল ইসলাম ও পিসিসি এস কে কামরুল। স্থানীয় ২টি লায়ন্স ক্লাবের সদস্যসহ মাল্টিপল জেলার ৪৫টি লায়ন্স ক্লাবের ৭০ জন লায়ন ও লিও এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে উক্ত ত্রান বিতরণ করে। উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের ৫টি জেলার লায়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৪:১১ অপরাহ্ণ | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।