টি এম এ হাসান , সিরাজগঞ্জ: | রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
তিন ঘন্টা বার মিনিট পরে লাইট ইঞ্জিনে করে রংপুরের পথে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া রংপুর এক্সপ্রেস। দুপুর ৩টা ৪২মিনিটে ট্রেনটি লাইট ইঞ্জিনের সাহায্যে উল্লাপাড়া স্টেশন থেকে রংপুরের উদ্দ্যেশ্যে ছেড়ে গেছে বলে জানিয়েছেন উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. রফিকুল ইসলাম। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগন্জের উল্লাপাড়া ও লাহিড়ীমোহনপুর রেল স্টেশনের মাঝবর্তী এলাকার ৩২নং রেল সেতুর পাশে রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ার কারণে ঢাকার সঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গের রেল চলাচল বন্ধ ছিল। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি। স্টেশন মাষ্টার মো. রফিকুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুরের দিকে যাবার যাবার পথে হঠাৎ এই এলাকায় এসে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তখন উত্তর ও দক্ষিণাঞ্চলের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উল্লাপাড়া থেকে একটি লাইট ইঞ্জিন গিয়ে ট্রেনটিকে প্রথমে উল্লাপাড়া স্টেশনে নিয়ে আসে। পরে দুপুর ৩টা ৪২মিনিটে ১৪টি বগি সহ রংপুর এক্সপ্রেস ট্রেনটি একটি লাইট ইঞ্জিন দ্বারা গন্তব্যের উদ্দেশে পাঠানো হয়। ### টি এম এ হাসান সিরাজগঞ্জ
Posted ১০:১৮ অপরাহ্ণ | রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।