আব্দুল্লাহ আল মামুন,মাদারীপুর। | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ | প্রিন্ট
সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও প্রতœত্বাত্তিক সম্পদ চোরাচালান কারবারীদের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে বাংলাদেশ র্যাব। র্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত অভিযান দেশব্যাপী সমাদৃত। মাদারীপুর র্যাব-৮ এর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে তথ্য পায় যে, একদল চোরাচালান কারবারী এবং দালাল চক্র মূল্যবান কষ্টি পাথর ক্রয়-বিক্রয় এবং দালালীর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের সাধারণ মানুষের সহিত প্রতারণা করিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করিয়া আসিতেছে। এ প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করতে তৎপরতা শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর র্যাব-৮, সিপিসি-৩ এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে ১৬ জুন ৫টা ৫০ মিনিটের সময় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার কলাবাড়ী এলাকার জনৈক পিযুষ বাড়ৈ(৫০), পিতাঃ প্রেমচাঁদ বাড়ৈ, এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে পিযুষ বাড়ৈ(৫০), গোবিন্দ কর্মকার(২৭), মহাদেব গাইন(২৪), প্রশান্ত কুমার মোড়ল@কিত্তনীয়া(৬০), কাশী বালা(৩৭), মোঃ নান্নু মোল্লা(৪৫) কে মূল্যবান কষ্টি পাথর ক্রয় বিক্রয়কৃত অবস্থায় হাতে নাতে আটক করা হয়।
এসময় আটকৃত চোরকারবারী এবং দালালদের নিকট হইতে ১টি কষ্টি পাথর যার ওজন ৪ কেজি ৭৮০ গ্রাম ও ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ৮টি মোবাইল এবং ১০টি সীমকার্ড উদ্ধার করা হয় এবং ক্রয় বিক্রয়কৃত নগদ ৩৮,০০০ টাকা উদ্ধার করা হয়। আটককৃত দেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা চোরাকারবারী, দালাল, ঠক, প্রতারক, বাটপার প্রকৃতি। এসকল মূল্যবান কষ্টি পাথর চোরাচালানের উদ্দেশ্যে দেশের বাহিরে পাচারের চেষ্টা করছিল এবং দেশের বিভিন্ন স্থানের সাধারন মানুষের সহিত প্রতারণার নামে দালালি করিয়া দালাল চক্র লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করিয়া আসিতেছে। উদ্ধারকৃত মূল্যবান কষ্টি পাথর ও অন্যান্য আলামতসহ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায় হস্তান্তর পক্রিয়া চলমান রয়েছে। মাদারীপুর র্যাব-৮, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আব্দুল্লাহ আল মামুন,মাদারীপুর। ১৫-০৬-২০২১
Posted ১:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।