
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ | প্রিন্ট
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে র্যাবের বিশেষ অভিযানে ৬০ বোতল ফেন্সিডিলসহ মইন উদ্দিন(৫৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বুধবার (০১ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯ টার সময় মেহেরপুর জেলার গাংনী থানাধীন পীরতলা গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মইন উদ্দিন মেহেরপুর জেলার গাংনী থানাধীন পীরতলা পশ্চিমপাড়া এলাকার মৃত নিজাম বিশ্বাসের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর গাংনী থানাধীন পীরতলা এলাকায় অভিযান পরিচালনা করে ৬০ বোতল ফেনসিডিল, যার আনুমানিক মুল্য ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা সহ মাদক ব্যবসায়ী মইন উদ্দিনকে গ্রেফতার করেন।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মেহেরপুর জেলার গাংনী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে থানায় সোপর্দ করেছে র্যাব।
Posted ১২:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।